শ্রীমঙ্গলে শ্রমিক বোঝাই পিকআপ উল্টে নিহত ২, আহত ১৮
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৫, ৫:২৭:৩০ অপরাহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিলাস দাস (১৭) ও একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবিদাস (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দু’জনেই আমড়াইলচড়া চা বাগানের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক ডা. স¤্রাট কিশোর পোদ্দার জানান, ‘সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।’
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.আহমদ ফয়সল জামান জানান, ‘শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর আহত ৬জন চিকিৎসাধীন রয়েছেন।’
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান, ‘শ্রমিকরা ইট ভাটায় কাজে যাচ্ছিলো। পথিমধ্যে গাড়ির চাকা ফেটে গেলে চলতি গাড়ি থেকে শ্রমিকরা ছিটকে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। গাড়ির চালককে পাওয়া যায় নি।