বিএনপি নেতা এডভোকেট পাবেল’র সাংবাদ সম্মেলন
‘দিরাই-শাল্লার শান্তি-শৃঙ্খলা ধ্বংসে কুচক্রী মহল পাঁয়তারা করছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৫:৩১:৩২ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এ দলের নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দিরাই ও শাল্লায় ৫ আগস্টের পর যখন দেশে কোন সরকার ছিলনা, তখন সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহনশীলতার পরিচয় দিয়েছি। দিরাই শাল্লার ইতিহাস ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন টিকিয়ে থাকার কাজ করে যাচ্ছি। কিন্তু কুচক্রী মহল গত কিছুদিন ধরে এ দুই উপজেলার বিভিন্ন বৈধ লিজকৃত জলমহালে একের পর এক লুটপাট করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে চাইছে। যারা সাধারণ মানুষদের উপর দোষ চাপিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা ধ্বংসের পাঁয়তারা করছে। এর পেছনে কারা নেতৃত্ব দিচ্ছে প্রশাসনকে অবশ্যই তা খতিয়ে দেখতে হবে। এসবের ইন্দন দাতাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তবে, এতে যেন কোনো সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদেরর নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের যে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট। কোন অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডে আমাদের দলের কেউ জড়িত থাকলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সাথে সাথে দল থেকে বহিস্কার করা হবে। সুতরাং দিরাই শাল্লার প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি আপনারা তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করুন ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র সদস্য মো. মঞ্জু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, যুগ্ম আহবায়ক তানভীর হাসান, ফাহিম হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ হাসান, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সদস্য অনিক মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া, সদস্য সচিব মুবিন চৌধুরী, ছাত্রদল নেতা রাজিন আহমদ প্রমুখ।