শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে ১৫ টি দোকান ভস্মীভূত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৫, ১:৩৪:০৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ উপজেলাধীন সুতাং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাবই সাহেব বাড়ী সংলগ্ন টিনসেডের মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভানোর কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৫ দোকান পুড়ে ছাই হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণের সূত্রপাত। আগুন থেকে প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।