তাহিরপুরে গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে ভুয়া এনজিও উধাও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:৩০:০৩ অপরাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ৫০ হাজার টাকা জমা করলে মিলবে ৫ লাখ টাকা ঋণ। এমন লোভনীয় প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়েছে ওমেন্স গ্লোবাল এমপাওয়ারমেন্ট ফান্ড নামে একটি ভুয়া এনজিও। এ রকম একটি প্রতারণার ঘটনা ঘটেছে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে। ভুয়া এনজিওটি বাদাঘাট বাজারের পাশর্^স্থ কামড়াবন্দ গ্রামে একটি ভাড়া বাড়িতে অফিস নিয়ে মাস খানেক ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছিল।
ওই এনজিওর প্রতারণার ফাঁদে পা দেয়া একাধিক ভুক্তভোগী জানান, শুরুতে পনেরশো টাকা সঞ্চয় দিয়ে তাদের সদস্য হতে হয়। পরে ঋণের ধরন অনুযায়ী আলাদা আলাদা টাকা জমা দিতে হয়। ৫ লাখ টাকার ৫০ হাজার, ১০ লাখ টাকার জন্য ১ লাখ টাকা জমা দিতে হয়। এর মধ্যে অনেকেই ৫ লাখ টাকা ঋণের আশায় ৫০ হাজার টাকা এককালীন জমা করেন। জমা দেয়া অনেক গ্রাহক মঙ্গলবার ঋণ নিতে অফিসে গেলে অফিসটি তালাবদ্ধ দেখতে পান । অনেকে সারাদিন অফিসে অপেক্ষা করেও তাদের খোঁজ পাননি বলে জানান।
এনজিও ভাড়া নেয়া বাড়ির মালিক সৈয়দ মনিরুজ্জামান বলেন, বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে একজন আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। চলতি মাসের প্রথম দিকে তারা ঘরে ঢুকে। আমি তাদেরকে বলি পরিচয়পত্র দিয়ে চুক্তি করার জন্য। এক সপ্তাহ পর তাদের ডিরেক্টর আসলে চুক্তি করবে বলে তারা জানায়। এই মধ্যে খবর পাই তারা উধাও হয়ে গেছে ।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।