সুনামগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৮:১০:৪০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : নিম্নমানের খাবার পরিবেশন ও ডিসপেনসারিতে ওষুধের গরমিলসহ বেশ কিছু অভিযোগে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ মে) দুপুরে দুদকের একটি দল হাসপাতালটিতে এ অভিযান চালায়।
হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত না আসা, ডিসপেনসারিতে ওষুধের গরমিল, রোগীদের মধ্যে কাঙ্ক্ষিত ওষুধ বিতরণ না করা, ওয়াশরুম অপরিচ্ছন্ন, নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালিয়েছে দুদক।
অভিযানে নেতৃত্বদানকারী দুদকের সংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সোমবার সিলেট থেকে অভিযানে আসে দুদকের একটি দল।
অভিযানে অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিদিন অর্ধেকের মতো কর্মকর্তা কর্মচারী এই হাসপাতালে অনুপস্থিত থাকেন। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলা, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনুপস্থিতি, বিলম্বে এসে দ্রুত চলে যাওয়ার বিষয়টিও লক্ষ্য করা যায়। এ ছাড়া অভিযানকালে সবচেয়ে বড়ো দুর্নীতির প্রমাণ মিলেছে সরকারি ওষুধ ক্রয়ে।
এক্ষেত্রে ২-৩ কোটি টাকার ওষুধ ক্রয়ের রেজিস্টার পাওয়া যায়নি। প্রতি বছর হাসপাতালের একটি সিন্ডিকেট পছন্দের ঠিকাদারের মাধ্যমে এই ওষুধ ক্রয় করে বলা হলেও ঠিকাদারের সঙ্গে আঁতাত করে বরাদ্দের পুরো ওষুধ না দিয়ে সামান্য ওষুধ গুদামজাত করে বরাদ্দ লোপাটের প্রমাণ মিলেছে।
অভিযানে সংশ্লিষ্টরা আরো জানান, কর্মকর্তাদের মধ্যে আজ দুইজন অনুপস্থিত ছিলেন। তবে তাদের ছুটির আবেদন পাননি তারা।
এ ছাড়াও অ্যান্টিবায়োটিক ওষুধ বাস্তবে থাকলেও রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করা নেই। কিন্তু গোডাউনে অনেক অ্যান্টিবায়োটিক ওষুধের মজুদ মিলেছে। একইসঙ্গে রোগীদের বাথরুম ও রান্নাঘর অপরিষ্কারের পাশাপাশি নিম্নমানের খাবার পরিবেশনের সত্যতা পেয়েছে দুদক।
দুদকের অভিযানিক দলের প্রধান ও সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, ‘আমরা যেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছি বেশির ভাগেরই সত্যতা মিলেছে। কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত সবাই দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করেন।
ওষুধের ডিসপেনসারিতেও ব্যাপক অনিয়ম হচ্ছে। খাবার থেকে শুরু করে সেবা কার্যক্রমের সব শাখাতেই অনিয়ম পাওয়া গেছে। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।