জকিগঞ্জে বিএনপির ৩১ দফায় জনসম্পৃক্তি ও সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৫:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীগঞ্জের জান্নাত পার্ক কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে “মেধাভিত্তিক ছাত্র রাজনীতি,চলমান ছাত্র রাজনীতিতে ঠিকে থাকতে করণীয়, সোস্যাল মিডিয়ায় অপপ্রচারে জবাব দেয়ার কৌশল, মাদক নির্মুলে তরুনদের ভূমিকা, বাড়ী বাড়ী গিয়ে নির্বাচনী প্রচারণা এবং ৩১ দফা তুলে ধরা, আমরা ধানের শীষে ভোট দেব কেন,প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেয়াসহ” নানান বিষয়ে বিষয় ভিত্তিক আলোচনা করা হয়।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি চৌধুরীর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ইচ্ছে করলে হাজার হাজার জনশক্তি নিয়ে পোগ্রাম করা যায়। কিন্তু এই কর্মশালা হচ্ছে কেবলমাত্র বিএনপির স্পোকম্যানদের জন্য। যারা প্রতিনিয়ত জনসাধারণের দুয়ারে দুয়ারে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে ধানের শীষের পক্ষে কাজ করবেন।এখন সারাদেশব্যপী নির্বাচনের হাওয়া বইছে। কিন্তু দলের প্রচারণায় অনেকেরই মনোনিবেশ নেই কারণ তারা নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা দলকে বাঁচিয়ে রাখতে চাই। বিএনপিকে জীবনে-মরনে সম্পৃক্ত করেছি। মরলেও বিএনপি, বাচলেও বিএনপি। তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দকে আরও গতিশীল এবং শক্তিশালী নেতৃত্ব তৈরি করতেই কর্মশালার আয়োজন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কর্মশালা শুরু করে গিয়েছিলেন।
দেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে তা উল্লেখ করে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি পাপলু বলেন, মোটর সাইকেল মহড়া দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। মাস্তানি-গুন্ডামি করে রাজনীতি আর হবে না। নতুন বাংলাদেশে হবে মেধার রাজনীতি। এজন্য জ্ঞান অর্জন করতে হবে, আগামীর জন্যে প্রস্তুতি নিতে হবে, জানতে হবে, আদর্শিক গুণাবলীর অধিকারী হতে পারলেই কেবল রাজনীতিতে নেতৃত্ব দেয়া যাবে। তিনি জকিগঞ্জে আগামীতে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নিতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
কর্মশালায় বলা হয়,সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে অপপ্রচারের জবাব দিতে হবে তবে তা হতে হবে একেবারে সাবলীল। ভোটারগণ ধানের শীষে কেন ভোট দিবেন সেটি ভোটারদের কাছে গিয়ে বুঝাতে হবে। কৃষকদের বুঝাতে হবে, কৃষি পন্যের যথাযথ মূল্যের জন্য বিএনপির বিকল্প নেই।
বক্তারা সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের দলীয় প্রার্থী দেয়ার জন্যে দলের প্রধান তারেক রহমানের নিকট দাবী জানিয়েছেন।
কর্মশালায় জকিগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হোসেন খান ও মাজহারুল ইসলাম সেলিম, কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা সোলায়মান আহমদ, মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমদ মেম্বার ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, কসকনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল হক চৌধুরী, জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম রাজন, যুবদল নেতা এস. রহমান সায়েম, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি ওয়াসিমুজ্জামান প্রমুখ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।
কর্নশালার শুরুতে কুরআন তেলায়ত করেন উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান।




