দিরাইয়ে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ১১:০১:১২ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় উমেদনগর গ্রামে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার (১০ই অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ মিয়ার সঞ্চলনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাওয়াজ এবং দিরাই উপজেলা সহকারি কমিশনার ভূমি অভিজিত সূত্রধর।
স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভূমিদাতা বোরহান উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান বলেন, শুধুমাত্র বিদ্যালয়ের জন্য জমি দিয়ে আর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। বিদ্যালয়ে এলাকার মেয়েরা নিয়মিত আসা যাওয়া করতে পারে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। আমার বিশ্বাস আপনাদের মধ্যে সেই বোধটুকু রয়েছে। আপনাদের সহযোগিতায় বিদ্যালয়টি অনেক দুর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মেয়েদের অবহেলা করার সময় ফুরিয়ে গেছে। মেয়েরা এখন দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। আপনারা এগিয়ে যান, আমরা আমরা আপনাদের পাশে থাকব।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ খাঁন, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ,সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন, গোলাপ মিয়া, মনসুর মিয়া, তোফায়েল আহমদ, নুরুজ্জামান সর্দার প্রমুখ।




