জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৮:১১:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারো বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিশ্বজুড়ে হাড়ের স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হয়। তার মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী।
পরে আলোচনায় অংশ নেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ মোসারফ হোসেন এবং অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডাঃ সাইরাস সাকিবা।
বক্তব্যে চিকিৎসকরা বলেন, পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকা- এসব অভ্যাস হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। বক্তারা বলেন, বিশ্ব অস্টিওপোরোসিস এমন একটি নীরব রোগ, যা হাড়কে দুর্বল ও ভঙ্গুর করে তোলে। ফলে অল্প আঘাতেই ভাঙনের ঝু্ঁিক বেড়ে যায়। এ বছরের প্রতিপাদ্য-দদওঃ’ং টহধপপবঢ়ঃধনষব’’। থিমটির লক্ষ্য হলো অস্টিওপোরোসিসকে উপেক্ষা না করে যথাসময়ে সঠিক চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদ মর্যাদার শিক্ষক-চিকিৎসকবৃন্দ।




