পারাইরচকে এমসি কলেজের ছাত্রের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৪:০৩:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় রেললাইনের পাশ থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে মতিউর রহমান (২১) নামে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
মতিউর পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছোট ছেলে। তিনি সিলেট এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন তিনি।
মতিউর ছিলেন অত্যন্ত সম্ভাবনাময়। সম্প্রতি তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায়। ওই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের বরাত দিয়ে জানায় রেলওয়ে থানা পুলিশ।
মতিউরের বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, মতিউর ছিল সবচেয়ে ছোট এবং সবার আদরের ভাই। পরীক্ষার সময় উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
এলাকাবাসীও মতিউরকে সুশৃঙ্খল, ভদ্র ও মেধাবী ছাত্র হিসেবে মনে করেন এবং এমন করুণ মৃত্যুকে মেনে নিতে পারছেন না তারা।
রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। একটি মামলা দায়ের করা হয়েছে।




