জৈন্তাপুর সীমান্তে চোরাচালানী-বিজিবি সংঘর্ষে ১ জন নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৪:১৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ও জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখাল সীমান্ত এলাকায় গতকাল গতকাল বুধবার সকালে বিজিবি’র সাথে চোরাকারবারীদের সংঘর্ঘে আলমাস মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সরুখেল পূর্বগ্রামে। তার বাবার নাম শরিফ উদ্দিন।
১৯ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ঘটনায় তাদের একজন সদস্য আহত হয়েছেন। তবে, ওই ব্যক্তি নিহত হবার বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে কিছু বলা হয়নি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিকাল ৫টায় জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, গুলিতেই ওই ব্যক্তি মারা গেছেন। তবে, কিভাবে মারা গেছেন-তা তদন্তে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
১৯ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি টহলদল ভিত্রিখাল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টহলদল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করে। এ সময় অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারী দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠি-সোটাসহ টহলদলের উপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চোরাকারবারীদের ক্রমাগত আক্রমণ থেকে সরকারি সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) ও টহলদলের সদস্যদের জান-মাল রক্ষার্থে, বিজিবি সদস্যগণ ০৪-০৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের আক্রমণে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
তবে, আলমাস উদ্দিন নিহতের বিষয়ে বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
এ বিষয়ে বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ারের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




