বানিয়াচংয়ে হিফজ পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার, গায়ে মেয়েদের পোশাক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৪:২০:৫৩ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:হবিগঞ্জের বানিয়াচংয়ে মইনুল হাসান (১২) নামের এক হিফজ পড়ুয়া মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার দোয়াখানী মহল্লার একটি জঙ্গলের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মইনুল হাসান ওই এলাকার আতিকুর রহমানের ছেলে। সে স্থানীয় দারুস সালাম মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল এবং দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরের পর থেকে মইনুল হাসান নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়।
এরপর গতকাল বুধবার সকালে পার্শ্ববর্তী জঙ্গলের ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পথচারী ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, নিহতের গায়ে মেয়েদের জামাকাপড় থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজের সময় মইনুলের গায়ে পাঞ্জাবি ও পায়জামা ছিল। তবে মরদেহ উদ্ধারের সময় তার গায়ে মেয়েদের জামা ও সালোয়ার দেখা গেছে।
দারুস সালাম মাদরাসার শিক্ষক হাফেজ মাহবুব আল রাশেদ বলেন, ‘মইনুল অত্যন্ত মেধাবী ও ভদ্র ছাত্র ছিল। ইতোমধ্যে সে পবিত্র কোরআনের পাঁচ পারা হিফজ সম্পন্ন করেছিল। এমন একটি নির্মম ঘটনায় আমরা স্তব্ধ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’




