সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করার দাবি এবার যুক্তরাজ্য প্রবাসীদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮:৪৬ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেটের উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য দূর করতে এবার সোচ্চার হয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরাও। তারা বলছেন, বৈদেশিক মুদ্রার সিংহভাগ যোগান দেন সিলেটী প্রবাসীরা। দায়িত্ব গ্রহণের এক বছর অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য কোন প্রকল্প হাতে নেয়নি। এটা সিলেটের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণের শামিল। সম্প্রতি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের মতবিনিময় সভায় বক্তারা এ বিষয়ে আলোকপাত করেন।
সংগঠনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের পরিচালনায় জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মীর্জা আসহাব বেগ, ভয়েস ফর নিউহাম-এর চেয়ারপার্সন পারভেজ সাজ্জাদ কোরাইশী, ওয়েস্টহাম সিএলপির চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার জেইন মিয়া, জিএসসি সাউথ ইস্ট রিজিওন-এর সাবেক চেয়ারপার্সন মোঃ ইছবাহ উদ্দীন।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বৃহত্তর সিলেট এখনও উন্নয়নখাতে বৈষম্যের শিকার। বক্তারা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দান, ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস চালু ও ডাবল লাইনে উন্নীত করণ, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয়।
সভায় আরো বক্তব্য রাখেন- শাহপরান মসজিদ পরিচালনা কমিটির চেয়ারপার্সন নূর বক্স, সাউথ ইস্ট রিজিওন-এর ট্রেজারার মোঃ আবুল মিয়া, সহ-সভাপতি আখলাকুর রহমান ও মিসবাহ কামাল, এসেক্স শাখার সেক্রেটারি শাহ সাইদুর রহমান, মিডিলসেক্স শাখার সভাপতি আব্দুল আহাদ ও সেক্রেটারি মুজিবুর রহমান রাসেল, বেতার বাংলা উপস্থাপক মানিকুর রহমান গনী, জকিগঞ্জ ওয়েলফেয়ার এর সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম. সিলেট সদর ট্রাস্টের সেক্রেটারি আবুল কালাম, রুকন ফাউন্ডেশনের চেয়ারপার্সন আলী আহমদ নেছাওর, নাসির উদ্দিন, আবাব মিয়া, মাওলানা সাইদুর রহমান, জাবেদ আহমদ, সালেহ আহমদ আলফু, আবুল হোসেন, আশরাফ চৌধুরী, নজমুল হুদা, রফিক আহমদ, সাংবাদিক আলাউর রহমান ওলী, মির্জা কাশেম, সৈয়দ আশফাক আহমেদ, শেখ ফারুক আহমেদ, নুর উদ্দিন, ফারুক মিয়া জিলু, মতিউর রহমান, ওলিদুর রহমান, আব্দুস সুবহান, গিয়াস মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হামজা রাহমান।




