নবীগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৫:২১:১১ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ পরিমল বিশ্বাস (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের লাল মোহন বিশ্বাসের পুত্র।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গালিমপুর গ্রামের নিজ বাড়ি এলাকা থেকে তাকে আটক করেন। পরিমল বিশ্বাসের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।




