সিলেট চেম্বার নির্বাচন
নির্ধারিত সময়েই ভোটগ্রহণের দাবিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৯:৩৯ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের স্থগিতাদেশ বাতিল করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এ সময় নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার মার্কেটের সামনে থেকে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল সামাদ, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতেখার রসুল সিহাব, অ্যাসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, মশিউর রহমান হাফিজ, ওমর ফারুক, মো. আবুল কালাম, নজরুল ইসলাম এবং অর্ডিনারি শ্রেণীর পরিচালক পদপ্রার্থী আক্তার হোসেন খাঁন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, মো. মুজাহিদ খান গুলশান, মো. মাসনুন আকিবু বড়ভুঁইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডা. নুরুল হাসান সিদ্দিকি, ইমতিয়াজ মো. তাহমিম সোবহান বাবু, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মো. তোফায়েল হোসেন কচি, আব্দুল বাছিত প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন বোর্ড কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকাও প্রকাশ করা হয়।
প্রাথমিক ভোটার তালিকায় কিছু সংখ্যক ভোটারের বিরুদ্ধে আপত্তি জানানো হলে আপিল বোর্ড কর্তৃক সরজমিনে তদন্ত ও আপিল শুনানি সম্পন্ন করে আপত্তিকৃত ভোটারদের কোন ত্রুটি পাওয়া যায়নি। পরবর্তীতে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন অত্যন্ত সাবধানতা ও দক্ষতার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাচাই করে ভোটার তালিকা প্রকাশ করেছেন।
প্রশাসক প্রাথমিক ভোটার তালিকায় আপত্তি দেওয়ার পর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে আপিল বোর্ডের মাধ্যমে তদন্ত করে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি ও অনিয়ম পাওয়া যায়নি। এরপরও একটি মহল ঐতিহ্যবাহী সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সুনাম ক্ষুন্ন করতে তৎপরতা চালাচ্ছেন। অহেতুক বিভ্রান্তি ও কালক্ষেপণের মাধ্যমে নির্বাচনের সুন্দর ও সুষ্ঠু পরিবেশকে অশান্ত করতে চেষ্টা করছেন বলে অভিযেগ করা হয়। নেতৃবৃন্দ অনতিবিলম্বে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে ভোটগ্রহণের দাবি জানানো হয়।-বিজ্ঞপ্তি




