যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দিরাইয়ে র্যালি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১০:২৯:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিরাই পৌর যুবদলের উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দিরাই পৌরসদরে এই কর্মসূচী পালন করা হয়।
দিরাই পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদের সভাপতিত্বে, সদস্য সচিব জুনেদ আহমদ ও যুগ্ম আহবায়ক জাকির হোসেনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন, যুগ্মআহবায়ক জাকারিয়া চৌধুরী, সিনিয়র সদস্য টিপু মিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, মাছুম আহমেদ, রিয়াজ তালুকদার, অন্নদা সংকর দাশ তালুকদার, সেলিম মিয়া, আল আমিন মিয়া,আলী আহমেদ প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।




