এসএমপির অভিযানে অক্টোবর মাসে ৭২৫ অপরাধী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০১:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক : গত অক্টোবর মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) অভিযানে ৭২৫ জন অপরাধী আটক হয়েছে। এর মধ্যে রয়েছে- ৫৬ জন চোর, ১৭জন ছিনতাইকারী, ৬৩জন মাদক ব্যবসায়ী, ১২২জন জুয়াড়ি, অসামাজিক কাজে ১৯ জন। অভিযানে হোটেল সিলগালা হয়েছে ৬টি। ভিকটিম উদ্ধার ১৪ জন। এছাড়া, ১ হাজার ৯৯১টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসের অভিযানে উদ্ধারকৃত উল্লেখযোগ্য দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ১ হাজার ৭৩০ পিস, গাঁজা ৪ কেজি ২২০ গ্রাম, বিদেশী মদ ৭১৩ বোতল, চোলাই মদ ১৪৫ লিটার, ফেন্সিডিল ২১ বোতল। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে ভারতীয় পেঁয়াজ ৭ হাজার ৯২০ কেজি, ভারতীয় ৩১ পিস কাতান শাড়ী, ৩ হাজার ৭৪৩ পিস চকলেট, ৪ লাখ ২০ হাজার শলাকা নাসিরুদ্দীন বিড়ি ও ৩৬৩ পিস সাবান ইত্যাদি।
অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জানান, নগরীর অপরাধ প্রবণতা কমিয়ে আনতে কাজ করছে পুলিশ। এক্ষেত্রে তারা বেশ সফল বলেও দাবি করেন তিনি। একমাসে সিলেট মহানগরী থেকে মোট ১ হাজার ৯৯১টি অবৈধ যানবাহন জব্দ করেছে মহানগর পুলিশ। যানবাহনগুলোর অধিকাংশই ব্যাটারিচালিত অটোরিক্সা।




