সিলেটে আ’লীগ নেতা হত্যায় ছেলের তিন দিনের রিমান্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০৩:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ সিলেটের আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলায় গ্রেফতার তার ছেলে আসাদ আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শফিকুল হক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। মহানগর আদালতের পিপি এডভোকেট বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর আসাদকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে সেদিন শুনানি হয়নি। গতকাল সোমবার শুনানিশেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার সকালে সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদের সিঁড়ির পাশে একটি কক্ষ থেকে আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলেন।
পরদিন শনিবার ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ নিয়ে গেলেও মামলা দেননি। পরে ন্যায়বিচারের স্বার্থে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে এবং নিহতের ছেলে আসাদ আহমদকে গ্রেফতার দেখায়। এরপর তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়।




