সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে মতবিনিময় সভা
জামায়াত দেশের প্রত্যেক নাগরিককে সুন্দর ও নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৬:৫৮:২৫ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ৫ আগস্টের পরে জনগণ একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ দেখতে চাইলেও সেটা পায় নি। লুটপাট, রাহাজানি, ছিনতাই, মানুষ খুন করে দেশে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছিল। এসব আমাদের বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কোলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই মায়েরা আমাদেরকে ক্ষমা করবে না। ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য জামায়াত ও ছাত্রশিবিরের ছেলেরা দিনরাত সজাগ থেকে দায়িত্ব পালন করেছে। জামায়াত আগামীতেও মানুষের জানমালের নিরাপত্তা দিতে চায়। আপনারা জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকেও সেই সুযোগটা দিন।
সোমবার রাতে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছালিয়া কলারতল পয়েন্টে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটা দেশকে সভ্য দেশ হতে হলে সেই দেশকে দুর্নীতিমুক্ত হতে হয়। কিছু দল ও ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্ব দরবারে অপমানিত করেছে। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। দুঃখের বিষয়, সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে ৫ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল-কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দৌরাত্ম্যে সমাজজীবন অতিষ্ঠ-তটস্থ। মানুষজন এখন বলতেছে, আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কিন্তু এখনওপর্যন্ত জামায়াতের নামে চাঁদাবাজের তকমা জুড়ে দেওয়া যায়নি। জামায়াত আপনাদের সুন্দর ও নিরাপদ একটি বাংলাদেশ উপহার দিতে চায়।
মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণের ৩ নং খাদিম নগর ইউনিয়নের সহ-সভাপতি মো. ফয়ছল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু, সদর উপজেলার নায়েবে আমির আব্দুল লতিফ লালা।
এসময় আরও বক্তব্য রাখেন- নিজাম উদ্দিন, লিয়াকত আলী, রিয়াজ উদ্দীন, দুলাল আহমদ, মুক্তার মিয়া, রফিক, মো. কুদরত, আব্দুল সামাদ প্রমুখ।
পরে এদিন রাতে তিনি সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লুসাইন গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।



