শাবিপ্রবিতে চলছে ‘সাস্ট উইন্টার কার্নিভাল- ২০২৫’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৯:১৯:১৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), শুরু হয়েছে দুই দিনব্যাপী শীতকালীন মেলা ‘সাস্ট উইন্টার কার্নিভাল ২০২৫’। মেলার আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’।
আজ শুক্রবার ( ৫ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ সংলগ্ন এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, এবং ভয়েস ফর জাস্টিস এর সভাপতি মুমিনুর রশিদ শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
দুই দিনব্যাপী এ কার্নিভালে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ প্রদর্শনের নানা আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।



