তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দেন, মৌলভীবাজারে তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ১:০৫:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : ‘একটি দল তাদের নিরাপত্তা ও প্রটোকল দেয়ার জন্য সরকারকে বলছে। এই মঞ্চে দাঁড়িয়ে আমি অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি ও লক্ষ মানুষের পক্ষ থেকে অনুরোধ করব; তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দেন। কারণ তারা মানুষকে বিভ্রান্তি করায় মানুষ তাদের উপর ক্ষেপে যেকোন সময় কিছু করে ফেলতে পারে। মানুষ যখন বুঝতে পারছে একটি দল বিভ্রান্ত ছড়াচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার সদর উপজেলার আইনপুরে নির্বাচনী জনসভায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, আজ তারা বলছেন অমুখ’কে দেখেছেন, তমুখ’কে দেখেছেন এবার আমাদেরকে দেখেন। তাদেরকে এদেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে। তারা দেশের বিপক্ষে অবস্থান নেয়ায় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ছেন, লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম হয়েছে। আপনাদেরকে আমরা আরও ৫০ বছর আগে দেখেছি। বিগত ১৫ বছর তথাকথিত নির্বাচনের নামে তামাশা করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ডামি নির্বাচন হয়েছে। একবার নিশি রাতের ও একবার ভোট চুরির নির্বাচন হয়েছে। জনগণকে ভোট দিতে দেয়া হয়নি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট একটি দল বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এরা বাংলাদেশের মানুষের ভোট ও কথা বলার আধিকার কেড়ে নিয়েছিল। তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, গায়েবি মামলা দিত নতুবা তাকে ধরে নিয়ে হত্যা করত। তারা দেশের মানুষের টাকা ও সম্পদ সব বিদেশে পাচার করেছে। বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে উল্লেখ করে বিএনপির চেয়াপার্সন বলেন, চা শ্রমিক ও মসজিদের ইমামদের নির্ধারিত সম্মানি দেয়া হবে। ফ্যামিলি কার্ড দেয়া হবে। তারেক রহমান মাঠ থেকে হজ ও ওমরা করা একজন
মুরুব্বিকে মঞ্চে ডেকে এনে প্রশ্ন করেন, মক্কার মালিক’কে? জান্নাত জাহান্নামের মালিক কে? মুরুব্বি আল্লাহ বলায় তিনি বলেন, একটি রাজনৈতিক দল নিরীহ মা বোনদের বাসায় গিয়ে জান্নাতের টিকেট দিচ্ছে। তারা ১৯৭১ সালে মানুষ হত্যা করেছে। তারা এখন সেই মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এক পর্যায়ে তারেক রহমান এই বৃদ্ধকে তার চেয়ারে বসান। তিনি আরও বলেন, আমরা যারা এদেশেকে ভালোবাসি ; আমাদের ঠিকানা এই দেশের মাটি। দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা দেশকে যদি বাঁচাতে হয় তাহলে আগামী মাসের ১২ তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় ; তাহলে ধানের শীষে সিল মারতে হবে।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠািনক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার-৩ আসনের বিএনপি’র প্রার্থী এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের বিএনপি’র প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ আসনের বিএনপি’র প্রার্থী শওকতুল ইসলাম শকু ও মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমদ।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসমাবেশে জেলার ৪টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠে লোকে লোকারণ্য হয়ে পড়ে। সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। দুপুর গড়ানোর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার করে।



