হেলাল খান এর সংক্ষিপ্ত পরিচিতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ৭:০৭:৫২ অপরাহ্ন
চিত্রনায়ক হেলাল খান ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৫ নভেম্বর সিলেটের বিয়ানিবাজার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক। ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে এই পেশায় যুক্ত আছেন এবং মেধা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর উল্লেখযোগ্য কর্ম : জুয়ারি, হাছন রাজা।তার প্রথম চলচ্চিত্র ছিল : প্রিয় তুমি (১৯৯৫)। তিনি একাধারে নায়ক, গায়ক, রাজনীতিবিদ ও কলামিস্ট। তিনি তার কর্মজীবনে ৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। হেলাল খান ২০০২ এবং ২০০৩ খ্রিষ্টাব্দে দুই দু-বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন।
তিনি বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর সাধারণ সম্পাদক। ২০১৮ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পান এবং ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীকের সাথে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন। নায়ক হেলাল খানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো : প্রিয় তুমি (১৯৯৫), বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, কিলার (২০০০), কুখ্যাত খুনী (২০০০), জুয়ারি (২০০২), হাসন রাজা (২০০৩), ওরা সাহসী (২০০৩), মমতাজ (২০০৫), ধ্রুবতারা (২০০৬), গুরু ভাই (২০০৯), মুক্তি (২০১৪), নাকফুল, আপসহীন, লেইট মেরেজ, মেঘের অনেক রং এবং প্রাণের ময়না।