‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অঙ্গ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১:১০:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবসটি সারা দেশের মতো সিলেটেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিলো আলোচনা, আবৃত্তি, নৃত্য এবং বিশ্বকবির গান।
পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন। বাঙালি সংস্কৃতি বিনির্মাণে রয়েছে তার অনবদ্য অবদান। আজকের দিনে কবির রচনা পাঠ ও তার দর্শনচর্চার মধ্য দিয়ে রবীন্দ্র ভাবধারাকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। বিশ্ব দরবারে চিনিয়েছেন বাংলা ভাষাকে। ছিনিয়ে এনেছেন সাহিত্যের নোবেল। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
১২৬৮ সনের ২৫ বৈশাখ (১৮৬১ খ্রিস্টাব্দের ৮ মে) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কবি বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির শ্যামল প্রাঙ্গণে পৃথিবীর মায়া ছিন্ন করেছিলেন।
শ্রীহট্ট পর্ষদ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রীহট্ট পর্ষদের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল রোববার বিকেলে জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অলিউর রহমানের পরিচালনায় অনষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আশরাফ আহমদ, রুমেল আহমদ, কলেজ শিক্ষক লোকমান হোসেন, ছড়াকার আকাশ আহমদ প্রমুখ।