সাহেববাজারে মাটি খুঁড়তে গিয়ে মর্টারসেল উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৪, ১:০৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শহরতলীর সাহেবের বাজার থেকে রাশিয়ান মর্টার সেল (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। মর্টার সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়তে গিয়ে পেয়েছিলেন। পরে বিলাল মিয়া তার বাড়িতে সংরক্ষিত রাখেন। কিন্তু এটা যে ঝুকিপূর্ণ তার জানা ছিলনা। বিষয়টি পুলিশের নজরে আসার পর গতকাল বুধবার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মর্টারসেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সংবাদকর্মী মো: মতিউর রহমান জানান, বিলাল মিয়া সাধারণ লোহার বস্তু ভেবে মর্টারসেলটি বাড়িতে রেখেছিলেন। মতিউর রহমান জানতে পেরে বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ আজবাহার আলী, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ও সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারকে অবগত করেন। পরে পুলিশ বিলাল মিয়ার কাছ থেকে মর্টার সেলটি উদ্ধার করে সাহেবেরবাজার হান্নান মার্কেটের সামনে রাখে।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার শেখ আজবাহার আলী বলেন, একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যায়। বোমা নিস্ক্রিয়করণ দল ডাকা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে. খবর পেয়ে পুলিশের বোমা ডিজ্পজাল টিমের মাধ্যমে এডিসি ডিবি শাহারিয়ার আল মামুনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।