সিলেট নগরীতে চোরের উৎপাত, উদ্বিগ্ন সাধারণ মানুষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ১:১৫:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীতে গত তিন দিনে ৩টি চুরির ঘটনা ঘটেছে। নগরীর আম্বরখানা থেকে বন্দরবাজার যাওয়ার পথে সিএনজি অটোরিকক্সার যাত্রীর ব্যাগ থেকে টাকা হাতিয়ে নিয়েছে চোরেরা। এছাড়া তেমুখী পয়েন্ট থেকে সিএনজি অটোরিক্সা এবং নয়াখুরমখলায় গ্যারেজ থেকে চুরি গেছে মোটরসাইকেল। এসব ঘটনায় সাধারণ মানুষ তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
নগরীর আম্বরখানা থেকে বন্দরবাজার যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠে ৬০ হাজার টাকা খুইয়েছেন দক্ষিণ সুরমার গোপশহর মাদ্রাসার শিক্ষক বাহার উদ্দিন। তিনি গতকাল শনিবার সকালে আম্বরখানা থেকে সিএনজি অটোরিক্সায় উঠলে সিএনজির পিছনে দুই জন ও সামনে একজন উঠে। সিএনজি তাকে নিয়ে বন্দরবাজারের দিকে না গিয়ে শাহী ইদগাহের দিকে গেলে তিনি বন্দরবাজার যাওয়ার কথা বলেন। এসময় নয়াসড়কে তারা তাকে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। গাড়ি থেকে নেমে তিনি ব্যাগের চেইন খোলা দেখে হাত দিয়ে দেখেন তার ৬০ হাজার টাকা চুরি হয়ে গেছে। কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের বাসিন্দা বাহার উদ্দিন এ বিষয়ে সিলেট কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
গত বুধবার এয়ারপোর্ট থানার নয়াখুরমখলা পয়েন্ট সংলগ্ন কেএফ টাওয়ারের গ্যারেজ থেকে একটি সুজুকি জিক্সার মনটন ১৫৫ সিসি মোটরসাইকেল চুরি গেছে। বুধবার রাতে গ্যারেজে মোটরসাইকেল রেখে উপরে যান টাওয়ারের বাসিন্দা ও মদনমোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইফতেখার হোসেন ইফতি। পরদিন শুক্রবার নেমে তার মোটরসাইকেল আর পাননি। দুই চোর মোটরসইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চিত্র সিসি টিভি ফুটেজে ধরা পড়েছে। এঘটনায় এয়ারপোর্ট থানায় অভিযোগে করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
গত শুক্রবার সকালে নগরীর জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট থেকে একটি সিএনজি অটোরিক্সা চুরি গেছে। তেমুখী পয়েন্টস্থ সফাত উল্লাহ সিএনজি পাম্পের সামনে বাদাঘাটগামী পাকা রাস্তার উপর গাড়ি রেখে চালকদের সাথে পাশের দোকানে চা খেতে যান চালক নুর উদ্দিন। ১০মিনিট পরে এসে দেখেন তার সিএনজি অটোরিক্সাটি চুরি হয়ে গেছে। তেমুখী পয়েন্টে সকল চালক ও মানুষের সামনে থেকে মূহূর্তের মধ্যে চুরির ঘটনায় চালক নুর উদ্দিন হতবাক হয়ে যান। এ ব্যাপারে জালালাবাদ থানায় অভিযোগ করেছেন তিনি।
এদিকে, চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীয়সহ স্থানীয়রা। সিলেটে সিএনজি অটোরিক্সায় চালকসহ চোরচক্রের হাতে অনেকেই চুরির শিকার হচ্ছেন জানান তারা। গাড়ি চুরির বিষয়েও উদ্বেগ জানান তারা।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম উদ্বিগ্ন না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অতীতে অনেক চোর ও গাড়িচোরদের ধরে গাড়ি উদ্ধার করেছেন। এসব ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে এবং এসব অপরাধ দমনে তারা বদ্ধপরিকর বলে জানান তিনি।