সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ
পিআইসি গঠন হয়নি ২৬০টি প্রকল্পে, ৯৮ শতাংশ বাঁধে শুরু হয়নি কাজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ১:৪৪:০০ অপরাহ্ন
শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ থেকে : বোরো ফসলের সুরক্ষায় সরকার প্রতিবছর সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে বরাদ্দ দিলেও সময়মতো পিআইসি গঠন ও কাজ শুরু হওয়া নিয়ে বিতর্ক পিছু ছাড়েনা। এবারও বাঁধ নির্মাণ কাজের শুরুতেই পিআইসি গঠনে নানা অনিয়ম দুনীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
নির্ধারিত সময়ের ১০ দিন পার হয়ে গেলেও গঠন হয়নি ২৬০টি প্রকল্পের পিআইসি। গেল ১৫ ডিসেম্বর নিয়ম রক্ষায় বাঁধের কাজ উদ্বোধন করা হলেও এখনো শতকরা ৯৮ ভাগ বাঁধে কাজ শুরু হয়নি। সময়মতো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে এবারও কাজ শেষ হওয়া নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। তবে হাওর থেকে পানি নিষ্কাশন না হওয়ায় কাজ শুরু হতে বিলম্ব হলেও নিধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বাধ্যবাধকতা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত অনুমোদিত ৬৭৫ প্রকল্পের মধ্যে ৫১৫টি পিআইসি গঠন করা হয়েছে। ১২ উপজেলায় ৬৮টি বাঁধে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জেলার বেশিরভাগ হাওরের ফসলরক্ষা বাঁধে কাজ শুরু হয়নি। যেসব হাওরে কাজ শুরু হয়েছে সেখানেও নামমাত্র কাজ শুরু করার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কাংলার হাওরের ১ নং পিআইসিতে ১৫ ডিসেম্বর মাটির কাজের উদ্বোধন করা হলেও নির্ধারিত সময়ের ১০ দিন পার হলেও এখনো কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট পিআইসি।
তাহিরপুর উপজেলার বালিজুরি আঙ্গারউলি হাওরের ১ নং প্রকল্পে কাজ শুরু করা হলেও বাকি কোনো হাওরেই কোনো প্রকল্পের কাজ শুরু করতে দেখা যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম জানিয়েছেন, হাওরে পানি না নামার কারণে পিআইসি গঠন ও কাজ শুরু করা যায়নি। অনুমোদিত ৭৬ পিআইসির মধ্যে মাত্র চার পাঁচটি পিআইসি অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।
তবে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে উপজেলার সকল পিআইসি গঠন করার কথা জানান এই কর্মকর্তা।
এদিকে, শাল্লা উপজেলায় পিআইসি গঠন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক অভিযোগ করেন জজ মিয়া ও স্বরূপ চন্দ্র দাস নামের দুই কৃষক। অভিযোগে বলা হয়, অনুমোদিত ২৫,২৬,৭৮ নং পিআইসিতে নীতিমালা লঙ্ঘন করে অকৃষককে পিআইসিতে অর্ন্তভুক্তি করা হয়েছে।
অপর দিকে ছাতক উপজেলায় পিআইসি গঠনে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নীতিমালা লঙ্ঘন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামীলীগ সরকারের সুবিধাভোগী নেতাদের দ্বারা পিআইসি গঠনের অভিযোগ তুলেন ভুক্তভোগীরা।
তবে বেঁধে দেয়া সময়ে কাজ শেষ করার কথা বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, মঙ্গলাবার পর্যন্ত ৬৮টি বাঁধে কাজ শুরু করা হয়েছে। পানি নামার সাথে সাথে বাকিগুলোতে কাজ শুরু হবে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে কাজ শেষ করা হবে।