নগরীতে ইলমুল ক্বিরাআত মাদরাসার যাত্রা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৩:০৩:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক: ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে নগরীর দরগা মহল্লা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। আল কোরআন শিক্ষা পরিষদ ও মিশরের কিউকিউ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত হবে এ প্রতিষ্ঠান।
এ উপলক্ষে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে পশ্চিম দরগাহ মহল্লায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষাকেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষাকেন্দ্রের সেক্রেটারি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ।
উদ্বোধনী ক্লাসে ক্বোরআনুল কারীম বিষয়ে পাঠদান করান ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের মুহতামিম ও আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারি সিরাজুল ইসলাম। ভিডিও কনফারেন্সে ইলমুল ক্বিরাআত ও এ্যারাবিক বিষয়ে পাঠদান করান মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের হাফিজ মাওলানা ক্বারি এস এম আমানাত উল্লাহ আল হেলাল। ইংরেজি বিষয়ে পাঠদান করান দক্ষিণ সুরমা নূরজাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এম.এ বায়াছ। স্বাস্থ্যরক্ষার প্রয়োজনীয়তা ও পদ্ধতি বিষয়ে আলোচনা করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মুহসিনুজ্জামান খাঁন।
ইলমুল ক্বিরাআত মাদ্রাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ছহুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারি জহির উদ্দিন, মাওলানা ক্বারি হুসাইন আহমদ ইসলাহ, মাওলানা ক্বারি আখতার হুসাইন, অভিভাবক ইমদাদুর রহমান, মুহাম্মদ খলিলুর রহমান, মামুন আহমদ, ইয়ামিন আহমদ চৌধুরী, আলেক মিয়া, সাইফুর রহমান মিন্টু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইলমুল ক্বিরাআত মাদ্রাসার শিক্ষার্থী উবায়দুর রহমান রিশাদ, তানজিল আহমদ। বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া মাদিনাতুল উলুম খাসদবীরের মুহাদ্দিস হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সহী শুদ্ধভাবে কোরআন পাঠ করতে হলে আরবি পড়াতে শিক্ষার্থীদের আরো পারদর্শী হতে হবে। শিক্ষার্থীরা ইলমুল ক্বিরআত শিক্ষায় শিক্ষিত হলে পরিপূর্ণ হাফিজ ও ক্বারি হওয়ার পাশাপাশি কোরআন শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারবেন।