দৈনিক সিলেটের ডাকে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর
শাহ আরপিনে চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৪:৪৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : দৈনিক সিলেটের ডাকে শাহ আরপিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলনকৃত পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলামের পৃথক স্বাক্ষরিত আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় “কোম্পানীগঞ্জের শাহ আরপিনে পাথর লোপাটকারীরা বেপরোয়া, আদায় করা হচ্ছে চাঁদাও” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজের এই অফিস আদেশ দেয় সিলেট জেলা পুলিশ।
কোম্পানীগঞ্জের শাহ আরপিনে পাথর লোপাটকারীরা বেপরোয়া, আদায় হচ্ছে চাঁদাও
ক্লোজড হওয়া ১৩ পুলিশ সদস্য হলেন— কোম্পানীগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়। বর্তমানে তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান।
তিনি বলেন, কোম্পানীগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।