সংস্কার জরুরি
ভূমিকম্পের ঝুঁকিতে ওসমানী মেডিকেলের পুরাতন-নতুন কোয়ার্টার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ২:৩৬:২৮ অপরাহ্ন

ডাঃ এস.এম. আসাদুজ্জামান জুয়েল :
দেশের পুরাতন ৮টি মেডিকেল কলেজের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ একটি। কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত। বাকি ৭টি মেডিকেল কলেজ ১৯৬২ সালে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত। কালের পরিক্রমায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৬২তম জন্মদিবস পার করলো কিছুদিন পূর্বেই। সিলেটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি পর্যায়ক্রম রিকাবীবাজারস্থ পুরাতন মেডিকেল সরকারি কোয়ার্টার এবং নতুন মেডিকেল সরকারি কোয়ার্টার স্থাপনাগুলো গড়ে উঠে। যেখানে প্রায় শতাধিক ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীর আবাসস্থল।
পুরনো বাসিন্দারা জানান, দ্বিতল, ত্রিতল বিশিষ্ট ভবনগুলোর বসবাসের মেয়াদ ১০/১৫ বছর পূর্বেই শেষ হয়েছে। অধিকাংশ ভবনের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টি এলেই ছাদ চুইয়ে পানি পড়ে। ফলে আবাসিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাছাড়া, গত বেশ কয়েকবার মাঝারি থেকে ছোট ধরনের ভূমিকম্পের ফলে বেশ কটি ভবনেই ফাটল ধরেছে। তাই বসবাস অনুপযোগী হওয়ায় এসব ভবনগুলোতে অনেক চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী পরিবার পূর্বে বসবাস করলেও এখন তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে ভাড়া নিয়ে, কেউবা নিজে বাসা তৈরি করে বসবাস করছেন। সুন্দর ও মনোরম পরিবেশের এই এলাকাগুলো হওয়ায় দুই তৃতীয়াংশ ডাক্তার-কর্মকর্তা-কর্মচারী পরিবার এখনও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
একজন বাসিন্দা বলেন, নানা দলের, মতের সরকার এলেন, গেলেন-কিন্তু শুধুই কথার ফানুস আর আশ্বাস ছাড়া কিছুই করেননি। শুধুমাত্র রাস্তা-ড্রেনের কিছু উন্নয়ন ছাড়া তেমন চোখে পড়ার মতো কিছুই করেননি।
তিনি বলেন, এক সময় এসব ভবনে বসবাসের জন্য ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দপ্তরে লাইন লেগে থাকতো। কিন্তু এখন ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুুন করে কেউ আসতে চাইছেন না।
একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন যে, মেয়াদোত্তীর্ণ নতুন-পুরাতন ভবন ভেঙে বহুতল বিশিষ্ট নতুন ডরমেটরি নির্মাণের। কিন্তু চিঠি চালাচালির মধ্যেই তা সীমাবদ্ধ থাকায় সরকারের ভবন নির্মাণ বিভাগ বা গণপূর্ত, পি.ডব্লিউ.ডি সহ সংশ্লিষ্ট বিভাগ তার সঠিক বাস্তবায়ন করতে পারেনি। ষাটোর্ধ্ব বয়সী জীর্ণশীর্ণ কোয়ার্টার ভবনগুলো বর্তমানে খুবই ঝুঁকিপূর্ন থাকায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি-এমনটি মনে করেন সংশ্লিষ্ট সকলে।