সিলেট স্টেডিয়ামে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:১৬:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের চতুর্থ দিনের খেলা চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকরাম চৌধুরী। প্রতিদিনের মধ্যে গতকালও নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন ইকরাম। কিন্তু দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।
পেশাগত দায়িত্ব পালন করার সময় খারাপ অনুভব করেন ইকরাম। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সিসিইউ ও আইসিইউতে রাখা হয়। রাখা হয় লাইফ সাপোর্টেও। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে পালন করছিলেন ইকরাম। বিভিন্ন সিরিজ, আইসিসি, এশিয়ার ইভেন্ট, বিপিএলে নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করে গতকাল বুধবার লিখেছে, “সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত। সিলেটের একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক ইকরাম চৌধুরী ২০১৪ সাল থেকে বিসিবি’র নিরাপত্তা কমিটির সাথে কাজ করছিলেন। দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ৫০ বছর ছিল। বিসিবি ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।”
খন্দকার মুক্তাদিরের শোক:
বিসিবি কর্মকর্তা ইকরাম এর মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির’ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ইকরাম চৌধুরী বিসিবির হয়ে দেশের জন্য কাজ করে গেছেন আমরা এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কয়েস লোদীর শোক: বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম), মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
জেলা ক্রীড়া সংস্থা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর, মোহাম্মদ ইকরাম চৌধুরী ইকরাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, খন্দকার রাজিন সালেহ আলম, অলক কাপালি, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের, আবুল ফজল মোহাম্মদ ইয়াহইয়া ও সদস্য-সচিব মোঃ নূর হোসেন। একইসঙ্গে তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করেছেন।