বিপিএল
রংপুর জিতেছে বড় ব্যবধানে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৪:৪৫:১৪ অপরাহ্ন
সিলেটে অবিলম্বে ক্রিকেট লীগ
শুরু করা জরুরি : দানবীর ড. রাগীব আলী
বদরুদ্দোজা বদর :
সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী অবিলম্বে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু করার উপর গুরুত্ব আরোপ করেছেন।
সিলেট পর্বের বিপিএল-এর সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের খেলা সিলেট ইন্টারপভোগ করেন ড. রাগীব আলী। সিলেট টিমে স্থানীয় খেলোয়াড় যথেষ্ট না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং এ জন্য সিলেটে নিয়মিত ক্রিকেট লীগ না হওয়াকে দোষারোপ করেন। অবিলম্বে সিলেট জেলা ক্রীড়া সংস্থা গঠন করে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু করার জোর দাবি জানান মোহামেডান সভাপতি ড. রাগীব আলী।
গতকালের খেলায় রংপুর রাইডার্স বেশ বড় ব্যবধানে সিলেটকে হারিয়েছে। টসে জিতে ফিল্ডিং নেয় রংপুর। সিলেট স্ট্রাইকার্সের রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে ও এরোন জোন্সের ৩৮ রানে ২০৫ রানের বড় স্কোর গড়ে তোলে ৪ উইকেট হারিয়ে।
রংপুরের সাইফুদ্দিন ২ উইকেট লাভ করেন। জবাবে তানজিম সাকিবের বলে শূন্য রানে আজিজুল হাকিম কট এন্ড বোল্ড হয়ে যান। কিন্তু এলেক্স হেলস ও সাইফ হাসান দলের স্কোর নিয়ে যান ১৮৮ রানে।
এ সময় ৮০ রান করে সাকিবের বলে আউট হন সাইফ। পরে এলেক্স হেলস অসাধারণ সেঞ্চুরী করে রংপুরকে ৮ উইকেটের বিরাট জয় এনে দেন। হেলস ১১৩ রানে অপরাজিত থাকেন এবং ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
পরের ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল ১৬৯ রান করে ৭ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে। তামিম ইকবাল ৮৮ রানে অপরাজিত থাকেন।