কোভিড-ডেঙ্গু থেকে বাঁচতে মশারি ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য বিভাগের
সিলেটে করোনায় মৌসুমের প্রথম মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ১২:৫০:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে করোনায় এ মৌসুমে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি বাড়ি সিলেট শহরতলীর দাসপাড়ায়। তিনি কোভিড ছাড়াও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার সিলেটের ডাককে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল রিপোর্ট না পাওয়া এবং শুক্রবার বন্ধ থাকার কারণে আমরা গণমাধ্যমকে তখন জানাতে পারিনি। শামসুদ্দিন হাসপাতাল থেকে সিভিল সার্জন হয়ে তাদের কাছে রিপোর্ট আসতে সময় লেগেছে। ওই ব্যক্তি শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি সোমবার হাসপাতালে ভর্তি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। সিলেটে যারাই করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশের বয়স পঞ্চাশোর্ধ।
এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১ জন। অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও সবার সচেতনতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, লোকজন স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকবে। এজন্য মাস্ক ব্যবহারের পরামর্শ তার। সিলেটে কোভিডের পাশাপাশি কিছু কিছু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু অনেক ইনফেকশাস(সংক্রামক)। ডেঙ্গু ও কোভিড থেকে বাঁচতে লোকজনকে মশারি ব্যবহারের পরামর্শ দেন ডা: আনিস।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে সিলেটে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। দুই বছর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর গত ১৫ জুন সিলেটে প্রথম দুজনের করোনা শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার প্রথম একজনের মৃত্যু হলো।