সিলেটে বিজনেস ডায়ালগে আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ১২:৫৫:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি এও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’-কর্মসূচি চালু করবে। তিনি আরো বলেন, বিএনপি’র অর্থনীতির মূল ভিত্তি হবে গ্রামীণ অর্থনীতি। এর ফলে নারীরাই বেশী উপকৃত হবে।
গতকাল শনিবার সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা’ শীর্ষক সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরো বলেন, বিএনপি একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। এজন্য রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানো হবে। বর্তমানে দেশে ভ্যাট-এর যথাযথ প্রয়োগ হচ্ছে না-এমন অভিযোগ করে তিনি বলেন, এখন ব্যবসায়ীদের ওপর ভ্যাট চাপিয়ে দেয়া হচ্ছে। ক্ষমতায় গেলে আমরা ব্যবসা বাড়ানোর পর ট্যাক্স বাড়াবো।
আগামীতে প্রবাসীদের জন্য বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে-এই মন্তব্য করে তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা হবে। প্রত্যেক বিদেশী বিনিয়োগকারীর জন্য একজন করে ‘ক্যাপ্টেন’ নিয়োগ দেয়া হবে। এক ঘণ্টার মধ্যে কোম্পানী রেজিস্ট্রেশন করে দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে।
আমীর খসরু বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাটের জন্য যা করার তাই করেছে। আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। বিএনপি সকলক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করবে বলেও মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম এবং মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ।