পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের স্পট পরিদর্শন
নগরীর টিলারগাওয়ে প্রবাসীর টিলা কর্তন, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৫:৩৬:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ডের টিলারগাওয়ে অবৈধভাবে টিলা কাটায় যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ হক সহ ৫ জনের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। গতকাল রোববার সরেজমিন টিলা কাটার স্থান পরিদর্শন শেষে নোটিশ প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশীদ। অভিযুক্তদের আগামী ৬ জুলাই সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানার ৩৭ নং ওয়ার্ড আখালিয়ার টিলার গাঁওয়ের সৈয়দা দিলারা হান্নান হলের উত্তর পাশের, আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুমারগাঁও মৌজার এস, এ ২১০৮ নং দাগের টিলা শ্রেণির ভূমি অবৈধভাবে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে কেটে সমতল ভূমিতে রূপ দিচ্ছিলেন নগরীর জিন্দাবাজারস্থ হক মার্কেটের বাসিন্দা এম এ হক। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসার পর পরিদর্শনে যায় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক টিম।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা স্বাক্ষরিত নোটিশে এম এ হক ছাড়াও রয়েছেন তার ম্যানেজার আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানার ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, এয়ারপোর্ট থানার টিলার গাঁও এলাকার সুহেল এবং জালালাবাদ থানার বড়গুল এলাকার সিদ্দেক আলীকে টিলা কর্তনে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরো উল্লেখ করা হয়, কুমারগাও মৌজার এস এ ১১৯২ নং খতিয়ানের ২১০৮ নং দাগের (বি এস দাগ নং: ৩৫০১) দৃশ্যমান ও রেকর্ডীয় টিলা রকম ভূমি কর্তনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ধরণের কার্যক্রমের ফলে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতিসাধিত হয়েছে, যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
অতএব, উপরোল্লিখিত অপরাধের জন্য বর্ণিত আইনে কেন আপনাদের/সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ আদালত কিংবা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৬ জুলাই সকাল ১০ টায় জেলা কার্যালয়ের শুনানিতে হাজির হতে বলা হয়েছে। ব্যর্থতায় একতরফা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা জানান, আমরা জমির মালিকসহ টিলা কর্তনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছি। ইতিমধ্যে কর্তণকৃত টিলা পরিমাপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।