উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা
জকিগঞ্জে প্রভাবশালীর অমানবিক পাকা দেয়ালে অবরুদ্ধ অসহায় এক পরিবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ৫:০৮:০৯ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের এক অসহায় পরিবারকে দুই মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে এক বিত্তশালী পরিবার। অসহায় পরিবারটির বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এ অবস্থা থেকে উদ্ধারের জন্য ভূক্তভোগী জেসমিন আক্তার রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছেন। সোমবার ঘটনাটি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায়ও আলোচনা হয়েছে।
লিখিত আবেদনে জেসমিন আক্তার বলেন, কয়েক বছর ধরে প্রতিবেশী প্রভাবশালী লোকজন দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তার স্বামী লিটন আহমদ মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। সংসার চালানোর জন্য তিনি নিজে গ্রামে গ্রামে গিয়ে প্রতিদিন এসএমসি কোম্পানির ওরস্যালাইন বিক্রি করেন। এই আয়েই পরিবারের ভরনপোষণ, সন্তানের লেখাপড়ার খরচ ও স্বামীর চিকিৎসা ব্যয় বহন করেন। অসহায় এই পরিবারের বাড়ির জায়গা জমির ওপর পার্শ্ববর্তী বাড়ির বিত্তশালী বাসিন্দাদের চোখ পড়েছে।
জেসমিন আরও উল্লেখ করেন, আমাদের বাড়ির কিছু জায়গা আমাদের মালিকানাধীন এবং কিছু জায়গা জরিপের সময় প্রভাবশালীরা ডিসির খতিয়ানভুক্ত করিয়ে ফেলেছে। বর্তমানে ডিসির খতিয়ানের জায়গার বার্ষিক খাজনা দিয়ে আমরা উপস্বত্ব ভোগ করছি। কিন্তু আমার স্বামী মানসিক রোগী হওয়ার সুযোগে আশপাশের প্রভাবশালী লোকজন আমাদের জায়গা জমি আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে আমার পরিবারকে বাড়ি ছাড়া করতে নানাভাবে আমাদেরকে চাপে রেখেছে। প্রায় দুই মাস আগে পাশের বাড়ির বাসিন্দা মৃত আব্দুল আজিজ আজই মিয়ার ছেলে জকিগঞ্জ শহরের আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ পরিকল্পিতভাবে আমার বাড়ির সীমানা ঘেঁষা চলাচলের একমাত্র রাস্তাটির প্রবেশমুখে প্রায় ৫ ফুট উচ্চতার একটি পাকা দেয়াল নির্মাণ করে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। ফলে সন্তানদের বিদ্যালয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এবং প্রয়োজনে চিকিৎসা বা জরুরি প্রয়োজনে বের হওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে, অমানবিক এমন ঘটনার খবর শুনে সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকরা অসহায় পরিবারটিকে দেখতে যান। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রভাবশালী এমাদ উদ্দিন ও এনাম আহমদ যে রাস্তাটি বন্ধ করেছেন এ রাস্তা দিয়েই জেসমিন আক্তারের পূর্বপুরুষরাও যাতায়াত করেছেন। গ্রামবাসী বিষয়টি সমাধানের চেষ্টা করলেও প্রভাবশালীরা মানেনি। এমনকি জেসমিন আক্তারের স্বামী লিটন আহমদ ঘটনাটি নিয়ে মসজিদে মহল্লাবাসীর কাছে নালিশ দিলেও উল্টো প্রভাশালীদের হুমকির মুখে পড়েন তিনি।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক কেএম মামুন জানান, উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় জকিগঞ্জে প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে বিত্তশালীরা দেয়ালে অবরুদ্ধ করে রেখেছেন এ বিষয়টি তিনি উত্থাপন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বলেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জকিগঞ্জের আজিজিয়া সেন্টারের মালিক এমাদ উদ্দিন বলেন, আমরা উক্ত রাস্তার জায়গা খরিদ করে দেয়াল দিয়ে নিরাপদ করেছি, অন্য কারো জায়গা দখল করিনি। দেয়াল নির্মাণ করায় জেসমিন আক্তারের পরিবার অবরুদ্ধ হয়েছে স্বীকার করে বলেন, আমার রাস্তায় তাদের কোন জায়গা নেই। রাস্তার জায়গাটি আমার ব্যক্তিগত। কোনভাবেই তিনি জেসমিন আক্তারের পরিবারকে রাস্তা দিতে পারবেন না বলে জানান। তবে আগে এ জায়গার ওপর দিয়ে জেসমিনের পরিবার চলাচল করেছেন বলেও তিনি স্বীকার করেছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, উক্ত বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।