খেলাধুলা একঘেয়েমি দূর করে কাজে মনোযোগ ও গতিশীলতা বাড়ায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৭:৩৬:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেছেন, একই কাজ করতে থাকলে অবসাদ ও একঘেয়েমিতে পেয়ে বসে। তখন মনের প্রফুল্লতা আনতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা একঘেয়েমি দূর করে কাজে মনোযোগ ও গতিশীলতা বাড়ায়।
গতকাল বুধবার বেলা ২টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের “স্টাফ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা বিস্তারের অগ্রদূত দানবীর ড. রাগীব আলী আরো বলেন, স্টাফদের মধ্যে খেলাধুলার আয়োজন পারস্পরিক হৃদ্যতা ও আন্তরিকতা বৃদ্ধি করে। সবার মধ্যে পারস্পরিক বন্ধনের সৃষ্টি হয়। এর ফলে টিম ওয়ার্ক আরো শক্তিশালী হয়। মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী খেলাধুলাকে শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম উল্লেখ করে বলেন, কর্মক্ষমতা সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা প্রয়োজন। শারীরিক ও মানসিক দুর্বলতা নিয়ে ভালো কাজ সম্ভব নয়। আমাদের সুস্থতার পাশাপাশি ভালো কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতে সচেষ্ট হতে হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক-চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ফুটবল টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো- হাসপাতাল এ- টীম, হাসপাতাল বি-টীম, সিকিউরিটি এ-টীম, সিকিউরিটি বি-টীম, রেডিওলোজি টীম, প্যাথলজি টীম, নার্সিং ব্রাদার টীম এবং কলেজ টীম। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হাসপাতাল এ-টীম এবং সিকিউরিটি এ-টীম। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলাটি পেনাল্টিতে গড়ায়। পেনাল্টিতে হাসপাতাল এ-টীম সিকিউরিটি বি-টীমকে চার-তিন গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।



