সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী আমেরিকায় মৃত্যু, নিউইয়র্কে জানাজা ও দাফন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ১:৩৪:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক ও সুশাসনের জন্য নাগরিক সুজন’র সিলেট বিভাগীয় সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী আর নেই। আমেরিকার নিউইয়র্কের একটি হসপিটালে স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহিওয়াইন্নাইলা ইহিরাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
নিউইয়র্কে বসবাসরত দৈনিক সিলেটের ডাকের প্রাক্তন স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউইয়র্কে বসবাসরত সিলেটের সেন্ট্রাল ফার্মেসির স্বত্বাধিকারী দেবাশীষ দে বাসু সিলেটের ডাককে জানিয়েছেন,গত ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক পৌঁছেন। প্রথমে নিউইয়র্কে তার কনিষ্ঠ পুত্রের বাসায় কয়েক দিন সময় কাটিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শহরে তার বড় ছেলের বাসায় চলে যান। সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি পুনরায় নিউইয়র্ক ফিরে আসেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার তাকে নিউইয়র্কের একটি হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি নিউইয়র্ক সময় বেলা পৌনে দুইটায় ইন্তেকাল করেন। তিনি কিডনি, হার্টসহ নানান জটিলতায় ভুগছিলেন।
ফারুক মাহমুদ চৌধুরীর পরিবারের উদ্ধৃতি দিয়ে দেবাশীষ দে বাসু জানান, সিলেটের এই বিশিষ্টজনকে নিউইয়র্কে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তার সন্তানরা। তবে গতরাত একটায় এরিপোর্ট লেখা পর্যন্ত জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়নি।




