বিশ্ব মান দিবসের আলোচনা সভা
টেকসই পণ্য নিশ্চিতে ব্যবসায়ী ও ভোক্তার সচেতনতা প্রয়োজন- বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ১:৪২:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সিলেটেও পালিত হয়েছে বিশ্ব মান দিবস।
এ উপলক্ষে বিএসটিআই ও সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেন, পণ্যের গুণগত মান এবং ওজন ঠিক রাখা আমাদের নৈতিক দায়িত্ব। টেকসই পণ্য নিশ্চিতে ব্যবসায়ী ও ভোক্তার সচেতনতা প্রয়োজন। তিনি উৎপাদন খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। মানসম্পন্ন পণ্য উৎপাদন করে দেশে-বিদেশে ভাবমূর্তি উজ্জ্বল করে প্রজন্মের চাহিদা নিরাপদ বাংলাদেশ গড়তে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, বিএসটিআই ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ ছাড়া গুণগত মান বজায় রাখা সম্ভব নয়। বিএসটিআই প্রদত্ত হালাল সার্টিফিকেট’র গ্রহণযোগ্যতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. মনির হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট অফিস প্রধান মো. মাজাহারুল হক।
সভায় আরো বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস’র ডিজিএম জসিম উদ্দিন, প্রাণ ফুড প্রোডাক্টস’র এজিএম শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বোরহান উদ্দিন।



