চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন
‘জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট নভেম্বরেই দিতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ১:৪৬:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর শহীদ মিনারস্থ চৌহাট্টা পয়েন্ট থেকে মানববন্ধটি শুরু হয়ে নগরীর জিন্দাবাজার-বন্দরবাজার হয়ে সুরমা মার্কেট পয়েন্ট (কিনব্রিজের মুখ) পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন শাখার পৃথক ব্যানার হাতে নিয়ে হাজার হাজার জনশক্তি অংশ নেন। এছাড়া, মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দুই হাজার ছাত্র-জনতার শাহাদাতের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সেই দেশে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এখনো রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জুলাই চেতনা ও জুলাই যোদ্ধা শহীদ ও আহতদের রক্তের সাথে প্রতারণার শামিল। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গীকারাবদ্ধ। দেশে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তবে এর আগে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট দিতে হবে। একই সাথে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় জনতার চলমান আন্দোলন অগ্নিস্ফুলিংঙ্গে রূপ নেবে।
তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ জামায়াতের ৫ দফা দাবির প্রতি জনগণ এবং সব রাজনৈতিক দল একমত। শুধু একটি দলের কারণে গণভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা সবকিছু পরবর্তী সংসদের হাতে দেয়ার কথা বলে ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু এই স্বপ্ন আর পূরণ হতে দেয়া হবেনা। জুলাই আকাক্সক্ষার বাস্তবায়ন করেই ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় নগরীর চৌহাট্টা পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ।
এদিকে কোর্টপয়েন্ট এলাকায় মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় মানববন্ধন চলাকালে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনসহ জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



