সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
‘আশা’র সামাজিক কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ উপকৃত হচ্ছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৪:২৬:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা কর্মকর্তাগণ জানিয়েছেন, মানুষের আর্থসামাজিক উন্নয়নে তারা কাজ করছেন। আশার মূল কর্মসূচি ক্ষুদ্র ঋণ হলেও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আশা শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্যসেবা কর্মসূচি, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ইত্যাদি। সিলেট অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এর সুফল ভোগ করছেন বলেও জানানো হয়।
গতকাল বুধবার নগরীর চৌকিদেখিস্থ আশা’র নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় কর্মকর্তাগণ আরো জানান, আশা’র সিএসআর-এর আওতায় চলতি বছর সিলেট অঞ্চলে ২২ হাজার ২৪১ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা সেবা, ৪৭ হাজার ৮১৫ জনকে স্বাস্থ্যসেবা, ১৭ হাজার ৭৫০ জনকে ফিজিওথেরাপী সেবা, ১ হাজার ২শ জনকে শীতবস্ত্র বিতরণ, চার জনকে ১ লক্ষ ৮ হাজার টাকা আশা উচ্চ শিক্ষা বৃত্তি, ১৩৯ জনকে ৬ লক্ষ ৮৯ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ৪৬৮ জন মৃত্যুবরণকারী সদস্যের পরিবারকে ২৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে প্রতিটি বিভাগীয় শহরে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান।
আশা বিশ্বের শীর্ষ আত্মনির্ভর ও স্ব-অর্থায়িত ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান উল্লেখ করে কর্মকর্তারা বলেন, সিলেটে ১১৭টি ব্রাঞ্চ অফিসের মাধ্যমে ঋণ কর্মসূচিতে আশার ঋণ স্থিতির পরিমাণ ১ হাজার ৫৫ কোটি টাকা। এছাড়া, আশার শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্যসেবা কর্মসূচি দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মতবিনিময় সভায় জানানো হয়।
আশা সিলেট ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার জুনিয়র এসিসট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) মো. বাহারুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আশা’র ডিস্ট্রিক ম্যানেজার আলা উদ্দিন আলীর সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে সংস্থার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সামছুল ইসলাম।
পরে আশার সার্বিক কর্মকান্ড সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।




