আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ চেয়ারম্যান আলফুর বিরুদ্ধে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৯:২৩:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সাদাপাথর পর্যটনকেন্দ্র লুটের অভিযোগে কারাগারে আটক, কোম্পানীগঞ্জের তেলিখাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল ওয়াদুদ ওরফে আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। এ খবর সংগ্রহ করতে সেখানে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে যান। এ সময় নয়ন সরকার নামের এক সাংবাদিকসহ আরো দুজন ভিডিও করতে গেলে আসামী আলফু তাদের মারধর করেন বলে তাদের অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানির প্রাক্কালে আদালত প্রাঙ্গণে আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়নের মোবাইল ফোন কেড়ে নেন। এ দৃশ্য ধারণ করতে গেলে আরেক সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নেন। এ নিয়ে ধস্তাধস্তির সময় সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে থাকলেও তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেন বলে অভিযোগ উঠে। সাংবাদিক নয়ন সরকারের অভিযোগ, ‘আমি খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা করে। এরপর পুলিশের সামনেই হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইল ফোনটি কেড়ে নেন।’
ঘটনার পর নয়ন সরকার বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”




