শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৯:২০:৩১ অপরাহ্ন
আবুল ফজল মো. আবদুল হাই, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম রোকেয়া বেগম (৬৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাধবপাশা গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রোকেয়া বেগম মৃ্ত্যুবরণ করেছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহে শ্রীমঙ্গলে রেললাইনে কাটা পড়ে দুই নারী ও এক অজ্ঞাত পুরুষের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) শ্রীমঙ্গলের লছনা এলাকায় এক অজ্ঞাত পুরুষ এবং বুধবার (১৫ অক্টোবর) মহিষমারা ব্রিজ ও নোয়াবাড়ি তিতপুর এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনে কাটা পড়ে মাধবপুর উপজেলার এক নারীর মৃত্যু হয়।’




