কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৭:৩০:৪২ অপরাহ্ন
কুলাউড়া অফিস : কুলাউড়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে মোটরসাইকেল চালক সালাউদ্দিন আহমদ (২৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে কুলাউড়া-বড়লেখা সড়কের আছুরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সালাউদ্দিন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের মৃত মনফর আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সামাদ (১৭) নামে একজন আহত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোটর সাইকেলযোগে (সিলেট হ-১৫-১৭৯৯) বাড়ি থেকে কুলাউড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে আসার পথে আছুরিঘাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি মাইক্রোবাসের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ২জনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সালাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।




