অতিথিকে মারধরের অভিযোগে নগরীতে ৩ হোটেল কর্মচারী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৩৮:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিটি হার্ট আবাসিক হোটেলে বোর্ডারকে মারধর করায় ৩ কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দিরাই নগদীপুর গ্রামের মৃত আমমৃত মিয়ার ছেলে হোটেলে কর্মচারী মো চুনু মিয়া (৩৬), জগন্নাথপুর উপজেলার বড়কাপন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মুনিব(২৪), কানাইঘাট উপজেলার লন্তির মাটি গ্রামের কবির উদ্দিনের ছেলে তানভীর আলম (২৬)।
জানা যায়, রুহুল আমীন নামের এক ব্যক্তি গত শুক্রবার রাত সাড়ে ১১টায় হোটেলের ২য় তলায় ১০৫নং রুমে উঠেন। রুমের বাথরুমের ট্যাপ নষ্ট, দুর্গন্ধ ও রুম বসবাসের অনুপযুক্ত জানিয়ে তিনি হোটেলের স্টাফদের অনুরোধ করেন তাকে রুম পরিবর্তন করে দেয়ার জন্য। হোটেলের স্টাফরা রুম পরিবর্তন না করে উল্টো দুর্ব্যবহার করে। তখন তিনি রুম ত্যাগ করতে চাইলে হোটেল স্টাফরা তাকে আটক করে এলোপাতাড়ি মারধর করে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার সাথে থাকা নগদ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে হোটেল হতে বের করে দেয়া হয়। ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট তিনজনকে আটক করে। এঘটনার কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার রেকর্ড পর্যালোচনায় জানা যায়, আসামিদের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।




