৪টি বারকি নৌকাসহ আটক ১
ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন থামছে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৭:৪৩:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান সত্ত্বেও কোম্পানীগঞ্জের ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন থামছে না। অবাধে বালু উত্তোলনের কারণে ফাটল দেখা দিয়েছে সেতুর রেলিংয়ে। এ অবস্থায় সেতু দিয়ে চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এদিকে, ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি বারকি নৌকাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। আটককৃত সিরাজী (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ডাকঘর গ্রামের আছদ্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, ধলাই সেতুর নিচ থেকে প্রায়ই বালু উত্তোলন করে কতিপয় দুষ্কৃতকারী। যে কারণে সেতুটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে ৪টি নৌকা আটক করা হয়। এসময় বালু উত্তোলন কাজে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। আর বাকিরা পুলিশ দেখে নৌকা রেখে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ধলাই সেতু রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ একজনকে আটক করা হয়েছে আর বাকিরা নৌকা রেখে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




