শান্তিগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৩:৪৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক মসজিদের খতিবকে গুম করে হত্যার চেষ্টা এবং মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শান্তিগঞ্জ বাজারস্থ আব্দুল মজিদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা ক্বারী মুহিব্বুল হক আজাদ, সাবেক সভাপতি শান্তিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন;
জাহাঙ্গীর খান, নির্বাহী সদস্য সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত, মাওলানা হোসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা) শান্তিগঞ্জ উপজেলা শাখা;
মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত, মাওলানা জোবায়ের আহমেদ, ইমাম ও খতিব আব্দুল মজিদ জামে মসজিদ, মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, ইমাম ও খতিব সদরপুর জামে মসজিদ, মাওলানা মহসিন আহমেদ, শিক্ষক টাইলা মাদ্রাসা, মাওলানা সালেহ আহমদসহ স্থানীয় তৌহিদি জনতা।
এসময় বক্তারা বলেন, “ইসকন নামধারী এই হিন্দুত্ববাদী চক্রের কর্মকাণ্ড মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।




