ওসমানীনগরের চাঞ্চল্যকর অস্ত্র মামলার রায় মঙ্গলবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৪:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার চাঞ্চল্যকর অস্ত্র মামলার রায় আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে। এই মামলার আসামী জাকিরসহ ৩ জনই বর্তমানে জামিনে রয়েছেন। আগামী মঙ্গলবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটির রায় ঘোষণা করবেন।
বাদী পক্ষের আইনজীবী একেএম শমিউল আলম চাঞ্চল্যকর এ মামলাটির রায় আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) ঘোষণা করা হবে জানিয়ে বলেন, এ মামলায় এরই মধ্যে বাদী, ভিকটিম, ডাক্তার, তদন্তকারী কর্মকর্তাসহ কমপক্ষে ৯ জন সাক্ষ্য দিয়েছেন। বাদী ন্যায় বিচারপ্রাপ্তির প্রত্যাশা করছেন। এ মামলার আসামীরা হলেন- ওসমানীনগর উপজেলার মোল্লাপাড়ার (চেবার পাড়া) মৃত ময়না মিয়ার ছেলে জাকির আহমদ (৩৪), একই গ্রামের মৃত আশরাফ মিয়া ওরফে কমলার ছেলে মাছুম মিয়া (৩৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিম (৩৫)।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০২৩ সালের ২৯ এপ্রিল দুপুরে ওসমানীনগর থানাধীন মোল্লাপাড়া (চেবারপাড়া) এলাকার জালাল উদ্দিন তার বর্গা চাষকৃত জমি থেকে শ্রমিক নিয়ে ধান কাটার সময় আসামী জাকির আহমদ তার হেফাজতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে জালাল উদ্দিনকে ধান কাটার কাজে বাঁধা দেয়। জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া প্রতিবাদ করায় গ্রেফতারকৃত আসামী জাকির আহমদ তার অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এতে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। তারা বেশকিছুদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই দিনই জালাল উদ্দিনের মেয়ে তাহমিনা বেগম (২৬) বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা করেন।
পরে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত জাকির আহমদকে তার বসতঘর থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে তার বসতঘরের ভিতরে টয়লেটের ফলস্ ছাদের উপর থেকে একটি পুরাতন কালো, নীল ও ছাই রঙের সুতির লুঙ্গি দিয়ে মোড়ানো ১ টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত সচল ওয়ান শুটার পাইপগান, ১টি দেশীয় তৈরী কাটের বাটযুক্ত সচল পাইপগান, ৬ রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ, ১টি সবুজ রঙ্গের কার্তুজ এর খালি খোসা, ১ টি লাল রঙ্গের মকমল কাপড় দ্বারা তৈরী গুলি রাখার খালি ব্যাগ উদ্ধার করা হয়। পরে বাকি দুই আসামীকেও গ্রেফতার করে পুলিশ। এই মামলায় আসামীরা এখন জামিনে রয়েছে। আগামী মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হবে আইনজীবীরা জানিয়েছেন।




