কোম্পানীগঞ্জে ১ হাজার ৮৩০ বোতল ভারতীয় মদ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৬:০৮:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে নোহা গাড়ি বোঝাই ১ হাজার ৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৭টায় উপজেলার টুকের বাজার সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড থেকে এই গাড়ি ভর্তি মদের চালান আটক করা হয়।
পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি কলো রংয়ের এক্স নোহা গাড়িতে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকের বাজার এলাকার দক্ষিণ ইসলামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডে ভারতীয় মদের চালান লোড হচ্ছে। পুলিশের সেখানে অভিযান চালালে গাড়ি দেখে সকলে পালিয়ে যায়। এসময় ওই এক্স নোহা গাড়িতে তল্লাশী করে ১ হাজার ৮৩০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এসময় ওই নোহা গাড়ি জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, একটি নোহা গাড়ি বুঝাই ১ হাজার ৮৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে।




