লামারগাঁও ‘লন্ডনী বাড়ি’ থেকে ৫ জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জালালাবাদ থানার লামারগাঁও ‘লন্ডনী বাড়ি’ থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।
আটককৃতরা হলেন, টুকেরগাঁওয়ের নোয়াগাঁও গ্রামের মৃত কলমদর মিয়ার ছেলে মাসুক মিয়া (৫৩), জগন্নাথপুরের সিদ্দরপাশা গ্রামের আলমাছ মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪০), মোগলগাঁও গ্রামের মৃত আনজব আলীর ছেলে নওয়াব উদ্দিন (৬১), চাতলিবন্দ শিববাড়ি গ্রামের মৃত জমিনুর হকের ছেলে রফিকুর রহমান (৫১) ও কোম্পানীগঞ্জের পূর্ণছগাম গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন (৪৭)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।




