সিলেটের যেসব এলাকায় আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৮:৩৮:৪৬ অপরাহ্ন
১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাজ বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১১ কেভি সেনপাড়া ফিডারের সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশে-পাশের এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।




