কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১:১৩:৩৭ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : কমলগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছে উঠলে গাছের ডালের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান শ্রীবাস। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শ্রীবাস মালাকার ভানুগাছ বাজারের ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী।
এদিকে, ছেলের মৃত্যুর সংবাদে তার বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়া দাহের অনুমতির আবেদন জানিয়েছে বলেও জানান ওসি।




